Aaye Na Kache Re Lyrics | Baazi | Jeet | Mimi | Jeet Gannguli | Anshuman Pratyush - Nakash Aziz Lyrics

Singer | Nakash Aziz |
Music | Pratik Kundu |
Song Writer | Jeet Gannguli |
মনটা শুধু তোর পিছু পিছু যায়
আজকে তোকে খুব কাছাকাছি চাই
চোখের নজরে নেশা নেশা হায়
মিষ্টি এ লুক করে পাগল আমায়
আয় না কাছে রে
আয় না কাছে
তোকে রানী করে রেখে দেব
বুকেরই মাঝে
বল কেন দূরে দূরে
এমন আদরে
রাখবেনা রে কেউ
মন বায়না ধরেছে
বলে দে বাড়িতে
বানাব তোকে বউ
আয় না কাছে রে
আয় না কাছে
তোকে রানী করে রেখে দেব
বুকেরই মাঝে
যেই এলি চুপিসারে
সুখের শহরে
মনটা থেকে যায় যায় হায়
প্লিজ যাস না হারিয়ে
তোকেই জড়িয়ে
কাটছে রে সময়
আয় না কাছে রে
আয় না কাছে
তোকে রানী করে রেখে দেব
বুকেরই মাঝে
Aaye Na Kache Re Lyrics in English Transliteration:
Monta shudhu tor pichu pichu jay
Aajke toke khub kachakachi chay
Chokher nojore nesha nesha haye
Mishti e look kore pagol amay
Aaye Na Kache Re
Aaye na kache
Toke rani kore rekhe debo
Bukeri majhe
0 Comments